সংবাদ শিরোনাম
লোডিং...

Ads send

Menu

Monday, May 12, 2025

শুভ জন্মদিন রাজনৈতিক দীক্ষাগুরু দেওয়ান মুনির হোসাইন – হিজলার প্রিয় অভিভাবককে শুভেচ্ছা

 

আজ হিজলা উপজেলার রাজনৈতিক অঙ্গনের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, রাজনৈতিক দীক্ষাগুরু ও অভিভাবক দেওয়ান মুনির হোসাইনের শুভ জন্মদিন।

রাজনীতির কঠিন বাস্তবতায় যেখানে মুখোশধারী নেতার অভাব নেই, ঠিক সেখানে দেওয়ান মুনির হোসাইন একজন ব্যতিক্রমধর্মী নেতা—যিনি মানুষকে ভালোবেসে, মানুষের পাশে দাঁড়িয়ে, একজন প্রকৃত নেতার আদর্শ স্থাপন করেছেন।

তিনি শুধু একজন নেতা নন, বরং নেতৃত্বের কারিগর। তার দিক নির্দেশনায় বহু কর্মী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শবান রাজনীতিক হিসেবে গড়ে উঠেছে। তাঁর মাঝে রয়েছে মানুষকে আপন করে নেওয়ার এক অদ্ভুত শক্তি—যা তাকে সকলের কাছে প্রিয় করে তুলেছে।

নেতৃত্ব, মানবিকতা ও বিচক্ষণতায় তিনি সকলের শ্রদ্ধা অর্জন করেছেন। আজকের এই বিশেষ দিনে, হিজলা উপজেলার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেছেন।

আল্লাহ যেন তাঁকে সুস্থ রাখেন, দীর্ঘজীবী করেন এবং আমৃত্যু জনগণের পাশে থেকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন—এটাই সকলের প্রার্থনা।


শুভ জন্মদিন শ্রদ্ধেয় দেওয়ান মুনির হোসাইন


শেয়ার করুন

Author:

সম্পাদক ও প্রকাশক : মোঃ ফয়সাল হোসেন স্টাফ রিপোর্টার- দৈনিক দেশ প্রতিদিন © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত- দৈনিক প্রথমাদর্শ পল্লবী থানা, মিরপুর-১১, ঢাকা-১২১৬ মোবাইল: +৮৮ ০১৩০১৮৮০৬৯৬ ই-মেইল: dailyprathamdarsa@gmail.com

0 coment rios: