সংবাদ শিরোনাম
লোডিং...

Ads send

Menu

Tuesday, May 13, 2025

নারায়ণগঞ্জ আইন কলেজ শিক্ষার্থীদের ভাইবা উপলক্ষে মক ট্রায়াল বার পরিদর্শন

 


প্রতিবেদক: 

ফাতেমা মাহমুদা ইভা, ঢাকা স্টাফ রিপোর্টার


নারায়ণগঞ্জ, ১৩ মে ২০২৫: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নারায়ণগঞ্জ আইন কলেজের এলএলবি শেষ পর্ব ২০২২ সালের পরীক্ষার্থীদের ভাইভা পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।


মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই পরিদর্শনে শিক্ষার্থীদের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ আইন কলেজের সম্মানিত অধ্যক্ষ অ্যাডভোকেট সবুজ, অ্যাডভোকেট রাসেল ও অ্যাডভোকেট রায়হান। শিক্ষকরা শিক্ষার্থীদের আদালতের বিভিন্ন শাখার কার্যক্রম, বিচার ব্যবস্থার প্রক্রিয়া ও বার অ্যাসোসিয়েশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।


পরিদর্শনের শেষাংশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মোঃ হুমায়ুন কবির। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এবং আসন্ন ভাইভা পরীক্ষার সফলতা কামনা করেন। ২৪ মে ২০২৫ তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিতব্য ভাইভা পরীক্ষায় উপস্থিতি ও প্রস্তুতির জন্য তিনি শিক্ষার্থীদের নির্দেশনা দেন।


এই সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের মহাসচিব টিপুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সকলে একসাথে গ্রুপ ছবি তোলেন।


শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এলএলবি শেষ পর্ব ২০২২ সালের পরীক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা ইভা। তিনি কলেজের নানা সমস্যা তুলে ধরেন এবং সমাধানের জন্য বার সভাপতি হুমায়ুন কবিরের হস্তক্ষেপ কামনা করেন। ইভা বলেন, “আমরা ডিসি স্যারের কাছে গিয়েছিলাম এবং আমাদের সমস্যাগুলো জানালে তিনি কলেজ পরিদর্শনে এসে নলকূপ ও বাথরুমের ব্যবস্থা করেন। তবে ভবনটি অনেক পুরাতন, আমাদের চার বছরের কষ্টসাধ্য পড়াশোনার অভিজ্ঞতা থেকে বলতে চাই, কলেজের জন্য একটি নতুন ভবনের প্রয়োজন।”


এছাড়াও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মারিয়া ও লিজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা হীরা, লতা, রুমা, প্রশান্ত, জাহিদুল, শুভ, মোবারক, শশী ও আখি।


এই আয়োজনে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন ও আদালত সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন, যা তাদের পেশাগত জীবনে দিকনির্দেশনা দেবে বলে আশা প্রকাশ করেন শিক্ষকবৃন্দ।


শেয়ার করুন

Author:

সম্পাদক ও প্রকাশক : মোঃ ফয়সাল হোসেন স্টাফ রিপোর্টার- দৈনিক দেশ প্রতিদিন © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত- দৈনিক প্রথমাদর্শ পল্লবী থানা, মিরপুর-১১, ঢাকা-১২১৬ মোবাইল: +৮৮ ০১৩০১৮৮০৬৯৬ ই-মেইল: dailyprathamdarsa@gmail.com

0 coment rios: