জুলাই-আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন**
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) উদ্যোগে জুলাই-আগস্ট মাসের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই ২০২৫) বিকাল ৫টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন:
কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীন কবির
সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান
উপজেলা জাসাস আহ্বায়ক মুরশিদ আলী
কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ
জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম
এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ:
সভাপতি তাসকিন মেহেদী তাজ
সাধারণ সম্পাদক ওমর ফারুক
সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ
সাংগঠনিক সম্পাদক শাকিল গাজী
রবিউল ইসলাম,জীবন বিশ্বাস এবং আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই-আগস্ট মাস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণ-অভ্যুত্থানের এক গৌরবময় অধ্যায়। এই মাসে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের পথ দেখায়।”
তাঁরা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলে শহীদদের আত্মার শান্তি কামনা করে মুনাজাতে অংশ নেন।--
🔷 প্রতিবেদন: মামুন বিল্লাহ
📍স্থান: কালিগঞ্জ, সাতক্ষীরা
📅 তারিখ: ১৯ জুলাই ২০২৫
0 coment rios: