প্রতিবেদন:
মশিউর রহমান, সুনামগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আজ ১৭ জুলাই মধ্যনগর উপজেলায় অনুষ্ঠিত হলো বিশাল জনসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে ঘিরে এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল জনগণকে সচেতন করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্বুদ্ধ করা।
উপজেলা সদরে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা আনিসুল হক। তিনি বলেন,
> “জনগণের অধিকার আদায়ে তারেক রহমানের ৩১ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ সুগম হবে।
তিনি আরও বলেন,
> “নির্বাচিত সরকার ব্যতীত একটি দেশ কখনোই সঠিকভাবে পরিচালিত হতে পারে না। আমরা চাই একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।”
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন:
মোসাহিদ তালুকদার, আহ্বায়ক সদস্য, মধ্যনগর
এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক, মধ্যনগর
আবুল বাসার, যুগ্ম আহ্বায়ক, ধর্মপাশা
বাদল মিয়া, আহ্বায়ক, তাহিরপুর
রাকাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক, তাহিরপুর
এমদাদুল হক, সদস্য, তাহিরপুর
নাসের উজ্জ্বল, সদস্য, তাহিরপুর
আবুল হুদা, সদস্য, তাহিরপুর
কামাল হোসেন, যুবদল সদস্য, মধ্যনগর
গোলাম সাইফুল, আহ্বায়ক, যুবদল মধ্যনগর
এনামুল হক এনাম, যুবদল, তাহিরপুর
সাইদূর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক, যুবদল মধ্যনগর
লুত্তফর রহমান, আহ্বায়ক, কৃষক দল তাহিরপুর
আবুল কালাম, সদস্য সচিব, কৃষক দল তাহিরপুর
তরুণদের মধ্যেও বক্তব্য রাখেন:
আতিক মিয়া, চান মিয়া, বিদ্যা মিয়া, এমদাদুল হক বাবু সহ স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতারা।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন মোড় ও বাজার এলাকায় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন, যাতে ৩১ দফা কর্মসূচির মূল বার্তা তুলে ধরা হয়।
এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতারা আশা প্রকাশ করেন, এই ধরনের কর্মসূচির মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও জোরদার হবে।
0 coment rios: