সংবাদ শিরোনাম
লোডিং...

Ads send

Menu

Monday, May 12, 2025

রাজপথে দুর্দান্ত সংগ্রামের আরেক নাম গোলাম মোহাম্মদ কিবরিয়া


 

ঢাকা, পল্লবী:

রাজনীতির অগ্নিপথে যাঁরা সত্যিকার অর্থে দেশ ও জনগণের পাশে থাকেন, তাঁদের একজন হলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম মোহাম্মদ কিবরিয়া। বিএনপি ও জাতীয়তাবাদী রাজনীতির একনিষ্ঠ সৈনিক হিসেবে তিনি বারবার প্রমাণ করেছেন, রাজনৈতিক আদর্শের জন্য জীবনের ঝুঁকি নেওয়াও তাঁর কাছে তুচ্ছ।


২৪শে গণ-আন্দোলন এবং পরবর্তী জুলাই ও আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পরিচালিত ঐতিহাসিক আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা আজও পল্লবীর জনগণের মুখে মুখে। তিনি রাজপথে শুধু একজন নেতা নন, ছিলেন মানুষের সুখ-দুঃখের সাথী, কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের পাশে থাকা এক অকুতোভয় যোদ্ধা।


জুলুম, মামলা ও পুলিশের নির্যাতনের শিকার


আওয়ামী লীগ সরকারের শাসনামলে গোলাম মোহাম্মদ কিবরিয়া বারবার পড়েছেন রাজনৈতিক দমন-পীড়নের শিকার। বিনা দোষে গ্রেফতার, মিথ্যা মামলা, এবং বিভিন্ন সময় হাজতে যাওয়ার মতো ঘটনা তাঁর জীবনের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। “রাতের ঘুম ছিল অনিশ্চিত, বাড়ির চৌকাঠ মাড়ানোর অধিকার ছিল না”— এমন করুণ অভিজ্ঞতা সত্ত্বেও তিনি পিছু হটেননি।


জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত


গোলাম মোহাম্মদ কিবরিয়া বিশ্বাস করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তা ও আদর্শে দেশপ্রেমিক রাজনীতি সম্ভব। সেই আদর্শ বুকে লালন করেই তিনি তরুণ প্রজন্মের সামনে এক আলোকবর্তিকা হয়ে উঠেছেন। তাঁর রাজনৈতিক পথচলা, আত্মত্যাগ ও সংগ্রাম পল্লবী এলাকায় এক অনন্য উদাহরণ।


জনগণের ভালোবাসায় উদ্ভাসিত এক সংগ্রামী নেতা


পল্লবী এলাকার হাজারো মানুষের হৃদয়ে তাঁর জন্য অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা। রাজনৈতিক দলমত নির্বিশেষে, অসংখ্য মানুষ বিশ্বাস করেন—গোলাম মোহাম্মদ কিবরিয়া হচ্ছেন সেই নেতা, যিনি বিপদে-আপদে তাঁদের পাশে থাকেন, সহযোগিতার হাত বাড়ান এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করেন।


শেয়ার করুন

Author:

সম্পাদক ও প্রকাশক : মোঃ ফয়সাল হোসেন স্টাফ রিপোর্টার- দৈনিক দেশ প্রতিদিন © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত- দৈনিক প্রথমাদর্শ পল্লবী থানা, মিরপুর-১১, ঢাকা-১২১৬ মোবাইল: +৮৮ ০১৩০১৮৮০৬৯৬ ই-মেইল: dailyprathamdarsa@gmail.com

0 coment rios: