খাদ্য অধিদপ্তরের আওতাধীন মাঠপর্যায়ের সকল দপ্তরকে নিজ নিজ ভবনের ভাড়াসহ পৌরকর, বিদ্যুৎ বিল এবং অন্যান্য সব ধরনের ইউটিলিটি বিল সঠিকভাবে এবং নিয়মিতভাবে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
একইসাথে পূর্ববর্তী কোনো বিল বকেয়া থাকলে তা দ্রুত পরিশোধ করে হালনাগাদ করারও কঠোর নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, যেকোনো ইউটিলিটি বিলে বকেয়া থাকলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ প্রেরণপ্রাপ্ত দপ্তরসমূহের মধ্যে রয়েছে: ১. আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের সকল দপ্তর
২. প্রধান মিলার ও আধুনিক ময়দা মিল, ঢাকা
৩. সাইলো কর্তৃপক্ষ
৪. চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক দপ্তর, চট্টগ্রাম ও খুলনা
এছাড়া এ নির্দেশনার কপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন বিভাগ, হিসাব ও অর্থ বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং সিএসডি ব্যবস্থাপকগণকে অবগতির জন্য পাঠানো হয়েছে।
খাদ্য অধিদপ্তর জানিয়েছে, বিলম্বে বিল পরিশোধ ভবিষ্যতে সেবায় বিঘ্ন ঘটাতে পারে। তাই সকল পর্যায়ে নিয়মিত বিল পরিশোধ নিশ্চিত করতে হবে।
0 coment rios: