সংবাদ শিরোনাম
লোডিং...

Ads send

Menu

Thursday, July 17, 2025

গোমস্তাপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে রক্তক্ষয়ী পরিস্থিতি, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদকসহ আটক ৭।

 

আবু নাইম, বিশেষ প্রতিনিধি,গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন নারী রয়েছেন। এ ঘটনায় রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারের বাসিন্দা মৃত আজহারউদ্দীন টুনু মিয়ার পরিবার ও মিরাপুর গ্রামবাসীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি আদালতের রায়ে টুনু মিয়ার ওয়ারিশরা তাদের পক্ষে রায় পান।


রায়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে টুনু মিয়ার ছেলে, রহনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মানিক দলবলসহ ওই জমি দখলে গেলে গ্রামবাসীরা বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে লাঠিসোটা, ইটপাটকেল ব্যবহার করা হয়, যা দ্রুত রক্তক্ষয়ী রূপ নেয়।


সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হন। আহতদের মধ্যে অনেকেই চিকিৎসার জন্য গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে আবারও হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবুর রহমানসহ ৭ জনকে হাসপাতাল চত্বর থেকে আটক করে।


গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শহিদুল ইসলাম জানান, "মারামারির ঘটনায় মোট ৩০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।"


এ বিষয়ে বক্তব্য নিতে সাবেক কাউন্সিলর মানিকের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, "এজাহার হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"


স্থানীয় জনমনে এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন

Author:

সম্পাদক ও প্রকাশক : মোঃ ফয়সাল হোসেন স্টাফ রিপোর্টার- দৈনিক দেশ প্রতিদিন © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত- দৈনিক প্রথমাদর্শ পল্লবী থানা, মিরপুর-১১, ঢাকা-১২১৬ মোবাইল: +৮৮ ০১৩০১৮৮০৬৯৬ ই-মেইল: dailyprathamdarsa@gmail.com

0 coment rios: