ঢাকা, ২১ জুলাই ২০২৫, সোমবার:
রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ (সোমবার) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা বিমানটি কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিমানটির মডেল ছিল এফ-৭ বিজিআই।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ধোঁয়ায় আচ্ছন্ন একটি এলাকায় আতঙ্কিত মানুষের উপস্থিতি দেখা যায়। তবে ভিডিওটির যথার্থতা এখনও যাচাই করা হয়নি।
দুপুর ১টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম থেকে তথ্য পাওয়া যায়। তাদের ডিউটি অফিসার লিমা খানম জানান, উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে—এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে ইউনিট পাঠান। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, “আমি পাঁচ মিনিট আগে খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি যাচাই করছি।”
তবে এখনো পর্যন্ত কেউ নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানায়নি।
দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সাম্প্রতিক আপডেট জানার জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে।
0 coment rios: