সংবাদ শিরোনাম
লোডিং...

Ads send

Menu

Sunday, July 20, 2025

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল নিকলীর সন্তান বিমান বাহিনীর সদস্য মনির হোসাইনের

 

শফিকুল ইসলাম 

(নিকলী)কিশোরগঞ্জঃ



কিশোরগঞ্জের নিকলী উপজেলার বাসিন্দা বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য মনির হোসাইন(২৭) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।শনিবার(১৯ জুলাই) দুপুরের দিকে কর্মস্থলে ফেরার পথে নরসিংদী ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে এঘটনা ঘটে। এসময় সিএজিতে থাকা নিহত মনিরসহ অন্য যাত্রীরা আহত হয়।এতে মনির হোসাইন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী স্থানীয় কাপাসিয়া সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মনিরকে ঢাকা সিএমএইচে রেফার করা হয়। সেখানে নিতে নিতে পথিমধ্যে তার মৃত্যু হয়।বলে সিএমএইচের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



নিহত মনির হোসাইন নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর পূর্বপাড়ার সাহাব উদ্দিনের পুত্র।তার সংসার জীবনে স্ত্রী ও এক সন্তানের জনক।




স্থানীয় সুত্রে জানা যায়,সাপ্তাহিক ছুটি কাটাতে গত ১৭ জুলাই বৃহস্পতিবার গ্রামের বাড়িতে আসে।পরিবারের সাথে আনন্দময় মুহুর্ত কাটাতে। প্রতি সপ্তাহে ছুটে আসে পুরিবারের মুখগুলো দেখতে।আবারে নিয়মিত ছুটি শেষে কর্মস্থলে যোগদান করতে রওনা হন শনিবার সকালে বাড়ী থেকে।দ্রুত পৌছতে সিএনজি যোগে কটিয়াদী থেকে রওয়ানা দিয়ে দুপুর প্রায় দেড়টার দিকে নরসিংদী জেলার কাপাসিয়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত ও প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল ও পরিবা সুত্রে জানা যায়। মর্মান্তিক এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছুটে আসে এলাকাবাসী। সন্তান হারিয়ে মা,স্ত্রী স্বামী হারিয়ে বিলাপ করতে করতে বার বার মুর্ছা যাচ্ছেন।আকাশ বাতাস হয়ে উঠেছে ভারী। গর্বিত বাহিনীর এ সদস্যকে হারিয়ে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। যেন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে।


নিহত মনির ২০১৬ সালে বাংলাদেশ বিমান বাহেনীতে যোগদান করেন।তন্মধ্যে গত ১৬ মে ২০১৬ সালে বাংলাদেশ র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব) যোগ দেন। সেখান থেকে র‍‍্যাব-১ যোগদান করেন ১৬ জুন, ২০২৪ সালে। স্থানীয় রফিকুল ইসলাম রুমান বলেন,বিনয়ী ভদ্র নম্র ছেলে।কখনো কারো সাথে বাহিনীর সদস্য হয়েও এলাকায় কোন প্রভাব দেখায়নি।তাকে হারিয়ে পরিবারের মধ্যে হতাশা দেখা দিয়েছে।


পারিবার সুত্রে নিশ্চিত করা হয়েছে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছে বিকেল সাড়ে ৫টায়। এবং গ্রামের বাড়িতেই স্থানীয় কবরস্থানে জানাযারনামাজ শেষে দাফন করা হয়েছে।


শেয়ার করুন

Author:

সম্পাদক ও প্রকাশক : মোঃ ফয়সাল হোসেন স্টাফ রিপোর্টার- দৈনিক দেশ প্রতিদিন © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত- দৈনিক প্রথমাদর্শ পল্লবী থানা, মিরপুর-১১, ঢাকা-১২১৬ মোবাইল: +৮৮ ০১৩০১৮৮০৬৯৬ ই-মেইল: dailyprathamdarsa@gmail.com

0 coment rios: