বজ্রপাতে গরু মৃত্যু: মোঃ হিরন মৃধার চোখের সামনে ঘটে হৃদয়বিদারক ঘটনা
হিজলা, বরিশাল | ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বাদ আসর বরিশালের হিজলা উপজেলার মেঘনা বাজার সংলগ্ন ৪ নং বড়জালিয়া এলাকায় এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। মোঃ হিরন মৃধার পালিত গরুগুলোর একটি বজ্রপাতে মারা যায়।
জানা গেছে, গরুগুলো বিলের মধ্যে চারণে ছিল। হঠাৎ প্রবল বজ্রসহ বৃষ্টির সময় একটি বিকট শব্দে একটি গরু ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ সময় বাকি গরুগুলো কিছুটা দূরে দাঁড়িয়ে থাকলেও তাদের কোনো ক্ষতি হয়নি।
হিরন মৃধা নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নিজের চোখের সামনেই প্রায় ১০-১৫ ফিট দূরত্বে দাঁড়িয়ে থাকা একটি গরুর উপর বজ্রপাত হতে দেখেন। বজ্রপাতের সাথে সাথেই গরুটি পেট বরাবর কিছু একটি পড়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এ মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রাকৃতিক দুর্যোগের এমন ভয়াবহতার সামনে আমরা সবাই অসহায়।
আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন – আমীন।
0 coment rios: