ধানমন্ডি-আসাদগেট সড়কে অভিযান: শতাধিক ব্যাটারিচালিত রিকশা জব্দ, ক্ষতিগ্রস্ত চালকদের পাশে দাঁড়ালেন আমিনুল হক
ঢাকা: রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর মোড় থেকে আসাদগেট বাসস্ট্যান্ড পর্যন্ত মিরপুর রোডে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ ব্যাটারিচালিত রিকশা জব্দ করেছে সংশ্লিষ্ট প্রশাসন। সোমবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), ট্রাফিক বিভাগ এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অনুমোদনবিহীন ব্যাটারিচালিত রিকশাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব যানবাহন ট্র্যাফিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি করছে এবং জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, এই অভিযানের প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দেন। তিনি বলেন, “আমরা জানি, রাস্তায় অটোরিকশার ব্যবহার ও চলাচল ঝুঁকিপূর্ণ। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে এসব চালকদের জীবিকার একমাত্র অবলম্বন ভেঙে দেওয়া কোনো মানবিক সমাধান হতে পারে না।”
তিনি জানান, ঘটনাটি জানার পর বিএনপির কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে পাঁচজন ক্ষতিগ্রস্ত রিকশাচালককে খুঁজে বের করেছেন। তাদের জন্য সহায়তার ঘোষণা দিয়ে আমিনুল হক বলেন, “আমি ঘোষণা দিচ্ছি, এই ৫ জন চালকের জন্য প্যাডেল রিকশা অথবা আর্থিক সহায়তা হিসেবে উপহার প্রদান করা হবে, যেন তারা আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, ভবিষ্যতে রাষ্ট্র দরিদ্র ও খেটে খাওয়া মানুষের বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করে, বিবেচনার সঙ্গে আইন প্রয়োগ করবে।”
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অভিযানের পক্ষে মত দিলেও, অনেকে মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত চালকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
0 coment rios: